সংবাদদাতা, কালিয়াগঞ্জ: একটি সেভেন এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সনাতন বর্মন। তার বাড়ি কালিয়াগঞ্জের মহাদেবপুরে। রবিবার রাতে তাকে বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, সনাতন কালিয়াগঞ্জ থানার পাশাপাশি রায়গঞ্জ থানা এলাকায় একাধিক অপরাধে যুক্ত। কালিয়াগঞ্জ থানা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকাবাসীকে ভয় দেখানো ও শূন্যে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে এদিন আদালতে পাঠানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।