সংবাদদাতা, পতিরাম: হিংসার জেরে তুলাইপাঞ্জি ধানের জমি পুড়িয়ে দিয়েছে প্রতিবেশীরা। তার জেরে ১৫ কাঠা জমির মধ্যে দশ কাঠা জমি পুড়ে নষ্ট হয়েছে। প্রায় দুই মাস আগে এনিয়ে কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন জমির মালিক শীতল ঘোষ। অভিযোগ, দুই মাসেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। কুমারগঞ্জ ব্লক প্রশাসনকে চিঠি দিয়েও ক্ষতিপূরণ মেলেনি। তাই এবার সোমবার জেলার পুলিস সুপারের দ্বারস্থ হলেন শীতলবাবু। পুলিস সূত্রে খবর, ওই কৃষকের বাড়ি পতিরাম থানার বটুন গ্রাম পঞ্চায়েতের ভাকলা গ্রামে। শীতলবাবু বলেন, আমার ১৫ কাঠা জমির মধ্যে ১০ কাঠা জমি পুড়ে গিয়েছে। আমি ক্ষতিপূরণ পাচ্ছি না। এমনকী অভিযুক্তের বিরুদ্ধেও কেউ ব্যবস্থা নিচ্ছে না। তাই পুলিস সুপারের কাছে অভিযোগ করলাম। এনিয়ে বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।