• ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে তৃণমূলের চাপ, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূতুড়ে ভোটার নিয়ে শোরগোল পড়তেই এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে জেলাগুলির কাছ থেকে নির্ভুল ভোটার তালিকা চেয়ে পাঠিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এমনকী, ৪৮ ঘণ্টার মধ্যে জেলাশাসকদের মধ্যে তিনি ভিডিও কনফারেন্স করতে পারেন বলেও কমিশন সূত্রে খবর। তবে ভূতুড়ে ভোটার নিয়ে জেলায় জেলায় নজরদারি আরও বাড়িয়েছে তৃণমূল। নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ডেপুটেশন। 


    ২০২৬ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ভোটার তালিকার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে রাজ্যের শাসক দল। বিশেষ সূত্র মারফত তৃণমূলের কাছে খবর এসেছে, অনলাইনের মাধ্যমে ভোটার বৃদ্ধির চেষ্টা করছে একটি ভূতুড়ে রাজনৈতিক দল। তৃণমূলের ইঙ্গিত কেন্দ্রের শাসক দলের দিকে। ঘটনাচক্রে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি পঞ্চায়েতে সাড়ে চার হাজার ভোটার বৃদ্ধির নজির রাজনৈতিক মহলে আরও আলোড়ন ফেলে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে, ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। নতুন কেউ নাম তুলেছেন কি না, সশীরের হাজিরা দিয়ে ভোটারের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে কি না, এলাকায় বাইরের কোনও লোক আসছেন কি না—তৃণমূল ভবন থেকে এসব বিষয়ে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ পৌঁছে গিয়েছে সব জেলা নেতৃত্বের কাছে। ওইসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদানসহ দলের বক্তব্য তুলে ধরছেন তৃণমূল নেতারা। 


    সোমবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিডিও এবং এসডিওদের কাছে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে। জানিয়েছেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্যের প্রতিটি জেলাতেই তৃণমূলের পক্ষ থেকে ভোটার তালিকার উপর নজরদারি বৃদ্ধি এবং কমিশনের উপর চাপ বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে দেখা গিয়েছে ভূতুড়ে ভোটার সংক্রান্ত বিষয়ে। 


    তবে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের শাসক দল বিজেপির যোগসাজশ রয়েছে, এমন ইঙ্গিত দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, জাতীয় নির্বাচন কমিশন কারা পরিচালনা করে তা সবাই জানে। ওইসঙ্গে নির্বাচনী কাজের সঙ্গে সরকারি কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিমানবাবু বলেছেন, আমার অঞ্চলেও অনেক ভুয়ো ভোটারের নাম আছে। কারও কারও বাড়ি আবার শিলিগুড়ি! এসডিও, বিডিও অফিস থেকে ভোটার তালিকা তৈরি করা হয়। তার মধ্যেও ভুয়ো ভোটার আসছে কী করে, সেটাই চিন্তার বিষয়! এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি 


    হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)