• দুর্ঘটনার কবলে গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন অতীন ঘোষ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনার কবলে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের গাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে এস এন ব্যানার্জি রোডে। তাঁর গাড়ির বাঁদিকের হেডলাইট সহ বনেট ভেঙে দুমড়ে গিয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন অতীন। তাঁর কোনও আঘাত লাগেনি।


    জানা গিয়েছে, এদিন সকালে ফরিয়াপুকুরের বাড়ি থেকে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে আসছিলেন অতীন ঘোষ। সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাঁর গাড়ি তালতলা হয়ে এস এন ব্যানার্জি রোডে ঢুকছিল। ওই ক্রসিংয়ের মুখেই রয়েছে একটি ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি। মৌলালি থেকে ধর্মতলামুখী বাস এই পথেই যাতায়াত করে। অভিযোগ, তালতলার মুখে একটি সরকারি বাস ডান দিকের লেন ধরে ধর্মতলার দিকে যাচ্ছিল। তখন লেলিন সরণি হয়ে এস এন ব্যানার্জি রোডে ঢুকছিল অতীন ঘোষের গাড়ি। সামনে আচমকা বাস চলে আসায় চালক সজোরে ব্রেক কষলেও নিয়ন্ত্রণ করতে পারেননি গাড়িকে। বাসের ডানদিকের সঙ্গে ডেপুটি মেয়রের গাড়ির বাঁদিকের সামনের অংশের ধাক্কা লাগে। যার ছেড়ে হেডলাইট সহ বনেটের একটা অংশ দুমড়ে গিয়েছে। এই ঘটনায় অতীন ঘোষ, তাঁর গাড়িচালক বা দেহরক্ষীর কারও আঘাত লাগেনি। অতীন ঘোষ বলেন, ঘটনাস্থলের সামনেই বাসস্টপ রয়েছে। এটা ধরে নিয়েই চালক ডানদিকে গাড়িটি ঘোরাচ্ছিল। সেই সময় বাসটি এসে গাড়িতে ধাক্কা মারে। যেহেতু বাজেট অধিবেশনে আসার তাড়াহুড়ো ছিল, তাই আমিও পুলিসের কাছে কোনও অভিযোগ জানায়নি। তবে পুলিস নিজে থেকে কোনও পদক্ষেপ নিলে, সেটা আলাদা বিষয়। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)