• শিবরাত্রি উপলক্ষ্যে কাল নর্থ-সাউথ রুটে কম মেট্রো
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিবরাত্রি উপলক্ষ্যে আগামীকাল বুধবার নর্থ-সাউথ করিডরে মেট্রো পরিষেবা কমবে। সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে সব মিলিয়ে ২৬২টি মেট্রো চলাচল করে। শিবরাত্রির জন্য আগামী কাল বহু সরকারি অফিস ও স্কুল-কলেজ ছুটি। সেকারণে বুধবার ২৩৬টি মেট্রো চলবে। যদিও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে। সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে যাত্রী নিয়ে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টা এবং রাত ৯টা ২৮ মিনিটে। তবে নাইট স্পেশাল অন্যান্য দিনের মতোই চলাচল করবে। কবি সুভাষ ও দমদম থেকে এই বিশেষ পরিষেবা মিলবে রাত ১০টা ৪০ মিনিটে। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া রুট, জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটে বুধবার পরিষেবা স্বাভাবিক থাকবে।
  • Link to this news (বর্তমান)