নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বালিবোঝাই লরির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন বাইকআরোহী। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড়ের বড় মসজিদ এলাকার বাসিন্দা তিন বন্ধু সোমবার সকালে একটি বাইকে চেপে সোদপুরের দিকে যাচ্ছিলেন। বিটি রোডের উপর একটি বালিবোঝাই লরির সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। রক্তাক্ত অবস্থায় তিন বাইকআরোহী বন্ধু রাস্তার উপর ছিটকে পড়েন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম তিন বন্ধুর মধ্যে মহম্মদ কায়িফ আনসারির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিস লরিটির খোঁজ চালাচ্ছে।