• ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় বনগাঁ পুরসভার আধিকারিকরা
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: ফুটপাত দখলমুক্ত করতে পথে নামলেন বনগাঁ পুরসভার আধিকারিকরা। সোমবার শহরের বেশ কয়েকটি রাস্তায় হানা দেন তাঁরা। রাস্তার দু’পাশে থাকা বেআইনি দোকান তুলে দেন। এদিন সকালে যশোর রোডে যান পুরকর্মীরা। বাটার মোড় এলাকায় ফুটপাত দখল করে বেশ কিছু অস্থায়ী দোকান ছিল। সেগুলিকে সরিয়ে দেওয়া হয়। বনগাঁ থানার পুলিসের উপস্থিতিতে বাটার মোড় থেকে ১ নম্বর রেলগেট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়।


    বনগাঁ শহরে একাধিক রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে দোকান গজিয়ে উঠেছে। ফলে রাস্তা আরও সংকীর্ণ হয়ে গিয়েছে। ঘটছে দুর্ঘটনা। আগেই পুরসভার পক্ষ থেকে বেআইনি দোকান সরিয়ে নিতে মাইকে প্রচার চালানো হয়। এদিন রাস্তায় নামেন পুরসভার আধিকারিকরা। এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, রাস্তার দু’পাশে বেআইনিভাবে দোকান করা যাবে না। আমরা বেশ কিছুদিন এবিষয়ে প্রচার করেছি। এখনও যাঁরা ফুটপাত দখল করে আছেন, তাঁদের উচ্ছেদ করতেই পথে নামতে হয়েছে আধিকারিকদের।
  • Link to this news (বর্তমান)