• সাতসকালেই রাজ্যে অনুভূত ভূমিকম্প, উৎসস্থল বঙ্গোপসাগরে
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মঙ্গলবার সকালে অনুভূত হলো ভূমিকম্প। এ দিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প।  কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও আশেপাশে কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়।    

    ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে , রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.১। বঙ্গোপসাগরে এই ভূমিকম্পর উৎস। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে ছিল এর উৎস।

    এর উৎসস্থল ছিল ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ওডিশাতেও।

    এ দিনই হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রা ভূমিকম্প হয়েছে বলেও জানা গিয়েছে।

     সোমবার রাতে, মণিপুরের উরখুল এলাকায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.২ মাত্রার ভূমিকম্প হয় বলেও জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

    কলকাতা থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে ভূ-গর্ভে এই ভূমিকম্পের উৎস স্থল ছিল। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর জেরে সুনামির আশঙ্কা নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • Link to this news (এই সময়)