• জেলমুক্তির পরে জ্যোতিপ্রিয়র পুলিশি নিরাপত্তা বলয় বাড়ছে
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্তির পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পুলিশি নিরাপত্তা আবারও বাড়তে চলছে। রাজ্য পুলিশের তরফে তাঁকে দেওয়া হতে পারে ‘জ়েড’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়। সোমবার নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দিন দু’য়েকের মধ্যে তিনি ওই নিরাপত্তা পেতে পারেন।

    রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। নতুন বছরের শুরুতে জেলমুক্তির পরে তিনি আপাতত সুস্থ। বেশ কয়েকবার বিধানসভায় গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি, নিজের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার হাবরার বিভিন্ন জায়গায় ঘুরে এসেছেন তিনি। আগামী বছরে বিধানসভা ভোট।

    তার আগে জ্যোতিপ্রিয়র নিরাপত্তা বলয় জোরদার করার বিষয়টি সামনে আসায় ওয়াকিবহাল মহলের একাংশের মত, হয়তো আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন প্রাক্তন মন্ত্রী। সোমবার নবান্নে ‘ডিরেক্টর অফ সিকিউরিটি’র সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। এর আগে মন্ত্রী থাকাকালীন‍ বিশেষ নিরাপত্তা পেতেন জ্যোতিপ্রিয়। তবে জামিনে মুক্তির পরে সাধারণ বিধায়কদের মতোই পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে।

    অন্যদিকে, গত শুক্রবার রেশন দুর্নীতি মামলায় পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে জ্যোতিপ্রিয়–ঘনিষ্ঠ তিনজনের নামে বিপুল তথ্য পেশ করেছে ইডি। সূত্রের খবর, ওই চার্জশিটে জ্যোতিপ্রিয়র চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্য ছাড়াও নাম রয়েছে হিতেশ ছন্দক এবং সুব্রত ঘোষেরও। হিতেশ এবং সুব্রত চালকলের মালিক। তা ছাড়া বেশ কয়েকটি সংস্থারও নাম উল্লেখ রয়েছে ওই তদন্ত রিপোর্টে। সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে বলে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

  • Link to this news (এই সময়)