• মোবাইলে অশ্লীল ছবি তুলে চিকিৎসকের মেয়েকে ব্ল্যাকমেল, ধৃত চার
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, মালদা: চিকিৎসকের নাবালিকা মেয়ের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে পুরাতন মালদার চার জনকে গ্রেপ্তার করল রাঁচি পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন পুরাতন মালদার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া। বাকি দু’জন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। সোমবার ধৃত চার জনকে সাত দিনের ট্রানজিট রিমান্ডে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার জন্য মালদা আদালতে আবেদন জানায় রাঁচি জেলার পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, তাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

    গত বছর নভেম্বর মাসে রাঁচিতে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে পুরাতন মালদা থানায় ওই চিকিৎসক পরিবার তাঁদের মেয়েকে ব্ল্যাকমেল করার অভিযোগ জানায়। জিরো এফআইআর-এর ভিত্তিতে সংশ্লিষ্ট থানার পুলিশ রাঁচি জেলার পুলিশকে অভিযোগপত্রটি পাঠিয়ে দেয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত। তারপর পুরাতন মালদা থানার পুলিশের সহযোগিতা নিয়ে ওই চার জনকে গ্রেপ্তার করে রাঁচি পুলিশ।

    জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য গত নভেম্বর মাসে রাঁচির নাগরি থানা এলাকার একটি হোটেলে নাবালিকা মেয়েকে নিয়ে উঠেছিলেন পুরাতন মালদার এক চিকিৎসক। সেই সময় ওই হোটেলেই ছিল পুরাতন মালদা শহরেরই পাঁচ যুবক। একই এলাকার বলে চিকিৎসকের সঙ্গে যুবকদের পরিচয় হয়। আর সেই পরিচয় ঘনিষ্ঠতায় পৌঁছায়। একদিন ওই হোটেল মেয়ে একা রেখেই রাতের খাবার আনতে বাইরে যান বাবা।

    সেই সময় হোটেলে থাকা পাঁচ যুবক ওই নাবালিকাকে মাদক মিশিয়ে খাবার খাইয়ে মোবাইলে অশ্লীল ছবি তুলে রাখে বলে অভিযোগ। হোটেলে ফিরে ওই চিকিৎসক তাঁর মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরের দিন মেয়েকে নিয়ে মালদায় ফিরে আসেন। এরপর কিছুদিন ধরে নাবালিকা মেয়ের মানসিক অবস্থা দেখে সন্দেহ হয় পরিবারের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার কথা খুলে বলে সে।

    এরপরই পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এ দিন রাঁচি পুলিশ পুরাতন মালদা থানা সহযোগিতা নিয়ে চার জনকে গ্রেপ্তার করে। একজন পলাতক। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোমনাথ শর্মা, শান্তনু মণ্ডল, অভিষেক দত্ত এবং অর্কপ্রভ দত্ত। এই ঘটনায় শুভেন্দু মণ্ডল নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এ দিন মালদা আদালতে যাওয়ার পথে অর্কপ্রভ জানায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনওভাবেই তারা জড়িত নয়।

    পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, নাবালিকাকে ব্ল্যাকমেল, মোবাইলে অশ্লীল ছবি তোলা, খাবারে মাদক মিশিয়ে অচৈতন্য করা–সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন ওই তার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

  • Link to this news (এই সময়)