• ধর্মতলায় পার্কিং লট বানাতে বৈঠকে মন্ত্রী
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: ধর্মতলা থেকে হাওড়া মেট্রো চালু হয়েছে। জোকা-ধর্মতলা এবং শিয়ালদহ–ধর্মতলা মেট্রো প্রকল্পের কাজ চলছে। আগামীদিনে তিন মেট্রো লাইনের সংযোগস্থল হয়ে উঠবে ধর্মতলা। ফলে শহরের কেন্দ্রস্থলে মানুষের ভিড় এবং গাড়ির সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন।

    আগামী দিনের সে কথা মাথায় রেখেই ধর্মতলা চত্বরে একটি বেসমেন্ট পার্কিং লট গড়ে তুলতে চাইছে রাজ্য। সেই লক্ষ্যে সম্প্রতি সেনাবাহিনী, মেট্রো রেল কর্তৃপক্ষ, পূর্ত বিভাগ, কলকাতা পুরসভা এবং লালবাজারের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

    সরকারি সূত্রে খবর, বৈঠকে সবার সহযোগিতা চেয়েছেন পরিবহণ দপ্তরের কর্তারা। বর্তমানে যেখানে ধর্মতলা বাসস্ট্যান্ড রয়েছে সেখানেই এই বেসমেন্ট কার পার্কিংয়ের মডেল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল রাইটসকে। দিন পনেরাে আগে সেই মডেল হাতে পেয়েছেন পরিবহণকর্তারা। যার ভিত্তিতেই এই বৈঠক।

    পরিবহণকর্তারা জানাচ্ছেন, শুধু প্রাইভেট গাড়ি বা বাইক নয়, দূরপাল্লার বাস এসেও যাত্রী ওঠানো–নামানোর জন্যে এই পার্কিং লট ব্যবহার করতে পারবে। সেনাবাহিনী, কলকাতা পুলিশ, পুরসভাকে পার্কিং লটের বিষয়ে কোনও পরামর্শ থাকলে সাত দিনের মধ্যে জমা করতে অনুরোধ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)