ফের দুর্ঘটনার কবলে কুম্ভগামী বাস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টে। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন পুণ্যার্থী। আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
জানা গিয়েছে, এ দিন বাসটি পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর থেকে কুম্ভের দিকে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয়। এই ঘটনায় আহত হয়েছেন বাসে থাকা ১৫ জন পুণ্যার্থী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গিয়েছে, একাধিক যাত্রীর মাথা ফেটেছে। তাঁদের চিকিৎসা চলছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? তাও খতিয়ে দেখা হচ্ছে।
ওই বাসের যাত্রী সঞ্জয় রায় জানান, সঠিক সময়ে এগরা থেকে বাসটি ছাড়েনি। বাসের চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সঞ্জয়ের কথায়, ‘রাস্তাতেও একটি বাইককে ধাক্কা দিয়েছিল বাসটি। একটি স্কুল বাসের গা ঘেঁষে বেরিয়ে যায়। আমরা বার বার সতর্ক করেছিলাম চালককে। কিন্তু তিনি শোনেননি। এই চেকপোস্টের কাছে এসে তিনি নিয়ন্ত্রণ হারান। সামনে থাকা লরিতে ধাক্কা দেন। অনেকের মাথা ফেটেছে। গাড়িতে থাকা কমবেশি প্রত্যেকেই আহত হয়েছেন।’
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে বাসটির গতি কত ছিল, চালক মদ্যপ ছিলেন কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।