• ট্রলি ব্যাগে ভরে মুণ্ডহীন দেহের টুকরো গঙ্গায় ভাসানোর চেষ্টা, কুমোরটুলি ঘাট থেকে আটক ২ মহিলা
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • কুমোরটুলি ঘাটের কাছে ট্রলি ব্যাগে করে মুণ্ডহীন দেহ গঙ্গায় ভাসানোর চেষ্টার অভিযোগ, আটক ২ মহিলা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

    প্রত্যক্ষদর্শীদের কথায়, মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটের কাছে ঘোরাঘুরি করছিল ওই দুই মহিলা। তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক ঠেকে। পাশাপাশি সঙ্গে থাকা একটি বড় ট্রলি ব্যাগ মহিলারা ফেলার চেষ্টা করছিল। এরপরেই স্থানীয়রা জিজ্ঞাসা করেন, ব্যাগে কী রয়েছে। প্রথমে কোনও জবাব দিতে চাননি ওই মহিলারা। পরে ব্যাগটি খুলে দেখতেই চোখ কপালে ওঠে। ব্যাগের মধ্যে ছিল টুকরো করা দেহ। 

    সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ওই দুই মহিলাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও বিক্ষোভ থামেনি। এলাকাবাসীর অভিযোগ ছিল, ওই দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ গঙ্গায় ভাসানোর চেষ্টা করছিল। দু’জনকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। ওই মহিলার সঙ্গে ছিলেন এক ব্যক্তিও, দাবি স্থানীয়দের। যদিও সে পালিয়ে যায়। দুই মহিলাকে একাধিক প্রশ্ন করেন স্থানীয়রা। কিন্তু, তারা কোনও জবাব দেয়নি। কিছুক্ষণ পরে পুলিশ তাদের আটক করে সেখান থেকে নিয়ে যায়।

    টুকরো করা দেহাংশগুলি উদ্ধার করা গেলেও ওই দেহ কার? তা এখনও জানা সম্ভব হয়নি। পাওয়া যায়নি দেহের মুণ্ডও। দেহটি কার? ওই দুই মহিলার সঙ্গে ঘটনার কী যোগ? আরও কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)