• ট্রলিভর্তি মৃতদেহ গঙ্গায় ফেলতেই বারাসত থেকে কুমোরটুলিতে দুই মহিলা! হাড়হিম ঘটনা খাস কলকাতায়
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকাল, হাড়হিম ঘটনা খাস কলকাতায়। কুমোরটুলি ঘাটে সকাল থেকেই উত্তেজনা। স্থানীয় সূত্রের খবর, দুই মহিলা একটি ট্রলি ব্যাগে মূণ্ডহীন দেহ নিয়ে, ঘাটে পৌঁছন সাতসকালে। অভিযোগ, তাঁরা ওই দেহ ভর্তি ট্রলি গঙ্গায় ফেলে, দেহ লোপাটের চেষ্টা করছিলেন। 

    ভারী ট্রলিব্যাগ দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপরেই স্থানীয়রা একজোট হয়ে, খবর দেয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়েই আটক করেছে দুই মহিলাকে। কিন্তু কী ছিল ওই ট্রলিব্যাগে? স্থানীয়দের অভিযোগ ওই ভারী ট্রলিতে রয়েছে মুণ্ডহীন এক মহিলার দেহ। দেহ-ভর্তি ট্রলি থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলেও অভিযোগ স্থানীয়দের। 

    কী বলছেন আটক ওই দুই মহিলা? সূত্রের খবর, তাঁদের দাবি ওই ট্রলিতে রয়েছে তাঁদের বাড়ির পোষ্যর দেহ। কিন্তু ওই দুই মহিলার দাবি মানতে নারাজ স্থানীয়রা। 

    জানা গিয়েছে ওই দুই মহিলা একটি ট্যাক্সিতে চেপেই পৌঁছন কুমোরটুলি ঘাটে। ওই ট্যাক্সির চালক জানিয়েছেন, দুই মহিলা কুমোরটুলি যাওয়ার আগে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটেও। তাঁরা বারাসত সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার সকালে ট্রেনে করে শিয়ালদায় পৌঁছন বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। স্থানীয়দের অভিযোগ, ওই দুই মহিলা খুনের প্রমাণ লোপাটের জন্যই ট্রলি গঙ্গাই ভাসিয়ে দিতে এসেছিলেন। 
  • Link to this news (আজকাল)