• ট্রলিভর্তি মুন্ডুহীন মহিলার টুকরো দেহ গঙ্গায় ফেলছিল ওরা, কলকাতায় হাড়-হিম কাণ্ড
    আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সাতসকালে কলকাতার  কুমোরটুলি ঘাটে হাড় হিম ঘটনা। ট্রলিতে করে এক মহিলার দেহ গঙ্গায় ভাসাতে এসে ধরা পড়লেন দুই মহিলা। জানা যাচ্ছে এদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ একটি ট্রলি ব্যাগ নিয়ে দুই মহিলা ঘাটে আসেন। ব্যাগটি ভাসানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। ব্যাগ খুলে দেখা যায় তাতে রয়েছে এক মহিলার রক্তাক্ত দেহ।

    এই ঘটনার পরেই ওই দুই মহিলাকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় জানার চেষ্টা করা হয়। ওই দুই মহিলা এর আগে অন্যান্য ঘাটে দেহটি ভাসানোর চেষ্টা করেছিল বলেও জানা গেছে। মৃতদেহটিতে ইতিমধ্যে পচন ধরেছে। জানা যাচ্ছে ওই দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ ও আরতি ঘোষ।

    টুকরো করা দেহটি কার? তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা যাচ্ছে দেহটি সুমিতা ঘোষের।মহিলারা প্রথমে দাবি করেন ট্রলি ব্যাগে  কুকুরের দেহ রয়েছে। স্থানীয়দের দাবি , ওই দুই মহিলা খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ ভাসাতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথায়, মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাটের কাছে ঘোরাঘুরি করছিল ওই দুই মহিলা। তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক ঠেকে। পাশাপাশি সঙ্গে থাকা একটি বড় ট্রলি ব্যাগ মহিলারা ফেলার চেষ্টা করছিল। এরপরেই স্থানীয়রা জিজ্ঞাসা করেন, ব্যাগে কী রয়েছে। প্রথমে কোনও জবাব দিতে চাননি ওই মহিলারা। পরে ব্যাগটি খুলে দেখতেই চোখ কপালে ওঠে। ব্যাগের মধ্যে ছিল টুকরো করা দেহ। 

    পুলিশ দু'জনকে আটক করে ভ্যানে তুলেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলি ব্যাগটিকেও। এই ঘটনাকে কেন্দ্র করে  এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, তথ্য-প্রমাণ লোপাট করতেই গঙ্গায় দেহ ফেলতে এসেছিলেন ওই দুই মহিলা।


    আটক দুই মহিলার অবশ্য দাবি, ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। দুই মহিলার কাছ থেকে ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে বলেও স্থানীয়দের দাবি। টিকিটে লেখা রয়েছে শিয়ালদা-হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের নাম। বাসিন্দাদের অভিযোগ, খুন করে দেহ লোপাটের জন্যই দূর থেকে কলকাতায় এসেছিলেন দুই মহিলা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে এসেছিলেন দু’জন। মঙ্গলবার সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটেও গিয়েছিলেন দু’জন। কিন্তু সেখান থেকে তাঁরা চলে যান কুমোরটুলি ঘাটের কাছে। 
  • Link to this news (আজ তক)