সংবাদদাতা, নকশালবাড়ি ও বাগডোগরা: কুম্ভে যাওয়ার পথে সোমবার নকশালবাড়ির স্কুলডাঙিতে দুর্ঘটনার কবলে পড়েন অসম থেকে পিকআপ ভ্যানে করে আসা পুণ্যার্থীরা। এশিয়ান হাইওয়ে-২’তে পিকআপের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই এক পুণ্যার্থীর মৃত্যু হয়। জখম হন ১২ জন। অন্যদিকে, পূর্ণকুম্ভ থেকে গাড়ি চালিয়ে ফিরছিলেন শিবমন্দিরের সত্যেন বোস রোডের বাসিন্দা শুভজিৎ ঘোষ। মেডিক্যাল মোড়ের ট্রাফিক সিগন্যালে গাড়ি থামালে একটি বাস পিছনে ধাক্কা মারে। এতে শুভজিৎবাবু জখম হন।
প্রথম ঘটনায় পুলিস জানিয়েছে, চালক সহ ১৩ জনের পুণ্যার্থী পিকআপে কুম্ভে যাচ্ছিলেন। সকাল ৬টা নাগাদ নকশালবাড়ি থেকে শিলিগুড়িগামী একটি লরি পিকআপের মুখোমুখি ধাক্কা মারে। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। ঘটনাস্থলেই নিরঞ্জন সরকার (৩৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়। পুলিস জখমদের নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। ১১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
জখম প্রদীপ ক্ষত্রিয় বলেন, পূর্ণকুম্ভে স্নানে যাচ্ছিলাম। দুর্ঘটনায় প্রতিবেশী দাদার মৃত্যু হল। রামমন্দির দেখার পরিকল্পনাও ছিল। এ যাত্রায় আর যাওয়া হল না। এদিন দুর্ঘটনা ঘটল। গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ শেখ সাহাবুদ্দিন বলেন, কয়েকজনের মাথায় জখম রয়েছে। এদিকে, ঘটনার পর লরিচালক পালিয়ে যায়। তার খোঁজ করছে পুলিস।
অন্যদিকে, শিলিগুড়ি ও শিবমন্দির থেকে কয়েকজন পুণ্যার্থী কুম্ভ থেকে সোমবার ফিরছিলেন। শিলিগুড়ির কয়েকজনকে নামিয়ে শিবমন্দিরে বাড়ি ফিরছিলেন শুভজিৎ ঘোষ। তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি বাস। গাড়িটির পিছনের অংশ দুমড়েমুচড়ে যায়।