চাঁচলের শিবপদ শিশুউদ্যান সংস্কার করে চালু করল পঞ্চায়েত সমিতি
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
উজির আলি, চাঁচল: সংস্কারের অভাবে পাঁচ বছর বন্ধ ছিল চাঁচল সদরের শিবপদ শিশুউদ্যান। এলাকায় শিশুদের মনোরঞ্জনে কোনও উদ্যান বা পার্ক না থাকায় বিকেলে কার্যত তাদেরকে ঘরবন্দি হয়ে থাকতে হতো। জরাজীর্ণ সেই উদ্যানকে নতুন করে সাজিয়ে তুলল চাঁচল ১ পঞ্চায়েত সমিতি। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্যানটি উদ্বোধন করা হয়েছে। ফিতে কেটে উদ্বোধন করেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন। উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য রেহেনা পারভিন, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম, চাঁচল-১ বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া, চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা, সহ সভাপতি জাকির হোসেন সহ অন্যানারা। এলাকার শিশুদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে ২০০৬ সালে এই উদ্যানটি তৈরি করেছিলেন তৎকালীন বিধায়ক মহবুবুল হক। কিন্তু সংস্কারের অভাবে উদ্যানটি পাঁচ বছর বন্ধ ছিল। ঝোপে জঙ্গলে ভরে গিয়েছিল গোটা উদ্যান। শিশুদের খেলার জন্য থাকা দোলনা সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ফলে স্কুল ছুটির পরে শিশুদের কার্যত ঘরবন্দি হয়ে থাকতে হতো। সেই কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগ নেন চাঁচল-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার। তিনি বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে আট লক্ষ টাকা খরচ করে উদ্যানটিকে সাজিয়ে তোলা হয়েছে। আগামীতে আরও সৌন্দর্যায়নের কাজ করা হবে। দেওয়ালে দেওয়ালে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের চিত্রাঙ্কন করা হবে। সকাল ১১টার পর থেকে সারাদিন খোলা থাকবে উদ্যানটি। এদিন উদ্যান চালু হতেই এলাকার শিশুদের ভিড় জমে। মালদহ জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের দরকার। যা শিশুউদ্যানেই সম্ভব। উদ্যানে আনন্দদায়ক পরিবেশের পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা বলেন, পড়াশোনার ফাঁকে বহু শিশু বাবা মায়ের মোবাইল নিয়ে সময় নষ্ট করে। সেই সময়টা তারা উদ্যানে কাটাতে পারবে।
(চাঁচল সদরের শিবপদ শিশুউদ্যানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ খুদেদের সঙ্গে অন্যান্যরা।- নিজস্ব চিত্র)