• চাঁচলে উত্তর মালদহ বইমেলা শুরু, জনসমাগমে খুশি উদ্যোক্তারা
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: জনপ্রিয়তা এবং জনসমাগম,জেলা বইমেলার সঙ্গে কার্যত পাল্লা দিচ্ছে চাঁচলের উত্তর মালদহ বইমেলা। এবছর ২০তম বর্ষে পদার্পণ করল চাঁচলের এই মেলা। চলবে ১ মার্চ শনিবার পর্যন্ত। সোমবার এই বইমেলার সূচনা হল চাঁচল সদরের কুমার শিবপদ লাইব্রেরি মাঠে। মেলার উদ্বোধন করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি চণ্ডীকানন্দ চক্রবর্তী। উপস্থিত ছিলেন চাঁচল কলেজের অধ্যাপিকা তুলিকা কর, শিশুতীর্থের প্রধান শিক্ষিকা খেয়ালি চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বইপ্রেমী ও সমাজসেবীরা। 


    এদিন মেলা সূচনা হওয়ার আগে চাঁচল সদরজুড়ে শোভাযাত্রা করা হয়। সেখানে শামিল হয়েছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। শিবরাম চক্রবর্তী স্মৃতি মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে মেলার সূচনা হয়। মাঝে এক বছর বিভিন্ন কারণে বইমেলা হয়নি চাঁচলে। তাই হতাশ হয়েছিলেন স্থানীয় বইপ্রেমীরা। এবার উত্তর মালদহ বইমেলা কমিটি উদ্যোগ নিয়েছে। এদিন মেলা শুরু হতেই বইপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। স্টলে স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রকাশন সংস্থা বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। 


    বর্তমানে ডিজিটাল যুগে বইয়ের প্রতি উৎসাহ হারাচ্ছে নতুন প্রজন্ম। পাঠ্যবইয়ের বাইরে অন্য বই পড়াতে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা। সেক্ষেত্রে বই পড়ার বার্তা তুলে ধরতে বইমেলার গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। মেলা কমিটির কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নেশা মুক্তি নিয়ে সচেতনতা নাটক, গম্ভীরা, সাহিত্যবাসর, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য, আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো, ক্যুইজ ও বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠান থাকছে। উত্তর মালদহ বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সাত্তার বলেন, মেলায় ৪০টি স্টল করা হয়েছে। 


    বিভিন্ন প্রকাশনের বইয়ের সম্ভার রয়েছে। প্রথম দিনই বইপ্রেমীদের ভালো সমাগম হয়েছে। চাঁচলের বিধায়ক তথা মেলা কমিটির সভাপতি নীহাররঞ্জন ঘোষ বলেন,শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জেলায় অনুষ্ঠান থাকায় এদিন যেতে পারিনি। বাকিদিনগুলিতে থাকব। 
  • Link to this news (বর্তমান)