আজ সেমিফাইনাল খেলবে অসম, উত্তরপ্রদেশ, নেপাল ও হাওড়া
বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: সেমিতে উঠল উত্তরপ্রদেশ, অসম, নেপাল ও হাওড়া প্রতিবাদ। আজ, মঙ্গলবার সেমিফাইনালে খেলবে এই চারটি দল। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হয়েছে ড. মনমোহন সিং মেমোরিয়াল মহিলা ফুটবল টুর্নামেন্ট। দ্বিতীয় দিন প্রথম রাউন্ডে মাঠে নামে উত্তরপ্রদেশ ও কলকাতা। ৩-২ গোলে কলকাতাকে হারিয়ে জয়ী হয় উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের হয়ে প্রথম ও দ্বিতীয় গোলটি করেন দিবিকা ওরাওঁ। তৃতীয় গোলটি করেন শ্রাবণী হাঁসদা। ম্যাচের সেরা ট্রফি দিবিকার হাতে তুলে দেওয়া হয়েছে। দলের ক্যাপ্টেন ছিলেন আয়েশা খাতুন, গোলকিপার শ্রীমতী বাস্কে। কোচ সুমন প্রধান। কলকাতা দলের হয়ে প্রথম গোলটি করেন অলি দত্ত। দ্বিতীয়টি রিতিকা চট্টোপাধ্যায়। গোলকিপার ছিলেন পায়েল হালদার, কোচ পাপিয়া দেবনাথ।
দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে হাওড়া প্রতিবাদ ও গ্রিন জলপাইগুড়ি। ৩-০ গোলে গ্রিন জলপাইগুড়িকে হারিয়ে জয়ী হয় হাওড়া প্রতিবাদ। হাওড়ার হয়ে প্রথম গোলটি করেন সঙ্গীতা রায়। দুটি গোল করেন পূর্ণিমা দাস। ম্যাচের সেরা ট্রফি পেয়েছেন পূর্ণিমা।
খেলা দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। খেলা দেখতে হাজির ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম, কংগ্রেস নেতা আনেসুর রহমান, মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা খাতুন ও উপ প্রধান টিয়া ভগৎ প্রমুখ। জিয়াউর বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে। নারী শক্তিকেও খেলায় উত্সাহ দিতে এই টুর্নামেন্টের আয়োজন। ২৬ তারিখ রয়েছে ফাইনাল খেলা।