• স্বাস্থ্যসচিবকে সিরিয়াস হতে বললেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর-কাণ্ড এবং তার পরবর্তী আন্দোলনে বার বার প্রশ্ন উঠেছিল স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের ভূমিকা নিয়ে। এই ঘটনায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারপক্ষের দফায় দফায় আলোচনায় বারবার দাবি করা হয় স্বাস্থ্যসচিবের অপসারণের। এত অভিযোগ-পদত্যাগের দাবি সত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়কে বরাবর দেখা গিয়েছে স্বাস্থসচিবের পাশেই থাকতে। রাজ্য জুড়ে নিগমের পদত্যাগের দাবিতে ঝড় উঠলেও মুখ্যমন্ত্রী প্রতিবারই স্পষ্ট করে দিয়েছেন, তিনি স্বাস্থ্যচিবের পদত্যাগের পক্ষে নন। কিন্তু এবার সেই নিগমের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। এ বার চিকিৎসকদের সম্মেলনে প্রকাশ্য মঞ্চে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে আরও ‘সিরিয়াস’ হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সোমবার কলকাতার আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে রাজ্যের সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলন আয়োজিত হয়। সেই সম্মলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্মেলনে তিনি নিজের ৩৮ মিনিটের বক্তৃতায় অনুযোগের সুরে স্বাস্থসচিবের প্রতি বলেন, দপ্তরের আধিকারিক স্তরে মতানৈক্য কমিয়ে যোগাযোগ আরও বৃদ্ধি করতে হবে।

    সোমবার এই সম্মলনে রাজ্যের সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং অন্য ডাক্তারি পড়ুয়ারা উপস্থিত ছিলেন। নিজের বক্তৃতা চলাকালীন মঞ্চে বসে থাকা স্বাস্থ্যসচিব নিগমকে উদ্দেশ করে তাঁর কাজ নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নিগমকে সরাসরি বলেন, ‘তোমাদের মধ্যে কিন্তু একটা মতানৈক্য সব সময় হয়। তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ আরও একটু বৃদ্ধি করে, সুন্দর করে, ভাল করে কাজ করো।’ পাশাপাশি স্বাস্থ্যসচিবকে আর একটু ‘সিরিয়াস’ হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক কাজকর্মে সাহায্য করার জন্য ৮-১০ জন আইএএস আধিকারিককে নিযুক্ত করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের। পাশাপাশি, চিকিৎসকেরাও রয়েছেন।­
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)