• সাতসকালে ভূমিকম্প কলকাতায়, কম্পনের তীব্রতা ৫.১
    দৈনিক স্টেটসম্যান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সাতসকালে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। সকাল ৬টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে কলকাতাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও সৌভাগ্যক্রমে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে।

    চলতি বছরের জানুয়ারি মাসের ৭ তারিখ ভোরবেলা কেঁপে উঠেছিল কলকাতা-সহ গোটা দেশ। সেই বার উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। আর মঙ্গলবার সকালে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল ও সংলগ্ন অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘায় কম্পন অনুভূত হয়েছে। ওপার বাংলার পশ্চিম প্রান্তের উপকূলের কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)