অয়ন ঘোষাল: উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘন কুয়াশা উত্তরবঙ্গে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে। আগামী দুদিন একই রকম থাকতে পারে। দুদিন পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরম অনুভূত হবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।
কলকাতা
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়ায় বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ /২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হবে। মার্চের শুরু থেকেই বাড়বে উষ্ণতা। মার্চের মাঝামাঝি ভালরকম গরম অনুভূত হবে।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ২১.২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৮.৫ থেকে বেড়ে ২৯.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৪ থেকে ৯২ শতাংশ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News