• সাতসকালে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠল তিলোত্তমা! কম্পন অনুভূত কলকাতা-সহ বেশ কিছু এলাকায়...
    ২৪ ঘন্টা | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  সাত সকালে দক্ষিণবঙ্গে ভূমিকম্পের জেরে বিভিন্ন এলাকা কেঁপে উঠল। জানা গিয়েছে, আজ সকাল প্রায় ৬:১০ নাগাদ ৩-৪ সেকেন্ড ভূমিকম্পের কম্পন অনুভূতি হয় পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা উড়িষ্যা সীমান্ত দাঁতন, খড়গপুর, নারায়ণগড়, সবং, পিংলা, বেলদা সহ একাধিক এলাকায়। 

    আজ ৬:১০ নাগাদ বঙ্গোপসাগরে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প হয়, যার কম্পন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (NCS) জানিয়েছে, ভূমিকম্পটি সকাল ৬:১০ মিনিটে হয় এবং ৯১ কিলোমিটার গভীর পর্যন্ত এটি ছড়িয়ে পড়ে। এই ভূমিকম্পের ফলে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

    NCS টুইটারে ভূমিকম্প কোথায় হয়েছে তার বিস্তারিত বিবরণ দিয়েছে। তারা বলেছে  'EQ of M: 5.1, তারিখ: ২৫/০২/২০২৫ ০৬:১০:২৫ IST, অক্ষাংশ: ১৯.৫২ উত্তর, দৈর্ঘ্য: ৮৮.৫৫ পূর্ব, গভীরতা: ৯১ কিমি, অবস্থান: বঙ্গোপসাগর।'

    সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পরই প্রচুর কমেন্ট আসতে শুরু করে নেটিজেনদের। এছাড়াও ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর মানুষ তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নেটপাড়ায়। এই কারণেই ভূমিকম্পের হ্যাশট্যাগগুলি এই সময়ের জন্য অত্যন্ত ট্রেন্ডিংয় হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভূমিকম্পের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন নেটপাড়ায় এবং অন্যদের নিরাপত্তার কথা চিন্তা করে কিছু পরামর্শও দিয়েছেন নেটপাড়ায়।

    একজন এক্স ব্যবহারকারী পোস্ট করেছেন ভূমিকম্পের সতর্কতা নিয়ে! তিনি বলেছেন, 'কলকাতায় সকাল ৬:১০ নাগাদ গুগলে ভূমিকম্পের একটি ছোট বার্তা পেয়েছি। যদিও, রিপোর্ট অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ওড়িশা থেকে ১৭৫ কিলোমিটার দূরে হতে পারে' এবং তিনি এই পোস্টেই জিজ্ঞাসা করেছেন, 'কেউ কি এই ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন?' এমনকী তিনি এও জানিয়েছেন, সরকারী নিশ্চিতকরণের অপেক্ষায় আছেন তিনি। সকলকে সতর্ক থাকার এবং নিরাপদে থাকার বার্তা দিয়েছেন তিনি।

    কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যপারে জানতে গোটা সময়কার পরিস্থিতি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। যদিও তেমন কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তাও দুর্যোগ ব্যবস্থাপনা দল (Disaster Management Teams) এবং স্থানীয় কর্তৃপক্ষ (Local Authorities) খতুয়ে দেখছে। আফটারশকের জন্য সকল মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন এবং এর পাশাপাশি ভূমিকম্প থেকে বাঁচার জন্য কিছু প্রোটোকল অনুসরণ করার পরামর্শও দিয়েছেন তাঁরা।

     

  • Link to this news (২৪ ঘন্টা)