• মহিলার মুণ্ডহীন টুকরো দেহ লোপাটের চেষ্টা, আহিরিটোলা ঘাটে ধৃত ২ মহিলা
    প্রতিদিন | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: খুনের পর দেহ অন্তত তিন টুকরো করে ফেলা হয়েছিল। পৃথক করা হয়েছিল মুন্ডুটিও। তারপর তা সুটকেসে ভরে গঙ্গায় ভাসিয়ে লোপাটের ছক কষেছিল আততায়ীরা। কিন্তু সেই ছক বানচাল হয়ে গেল। খাস কলকাতায় এভাবে খুনের প্রমাণ লোপাটের করার সময় পুলিশের হাতে ধরা পড়ল ২ মহিলা। মঙ্গলবার সাতসকালে এই ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল আহিরিটোলা ঘাট চত্বর। ধৃত ২ মহিলাকে প্রিজন ভ্যানে তোলার সময়ে কার্যত জনরোষ আছড়ে পড়ল পুলিশের উপর। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

    স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে দুই মহিলা নামেন ঘাটের কাছে। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেওয়ার সময়েই স্থানীয়রা আটকান তাদের। জিজ্ঞাসাবাদ করায় মহিলারা জানান, সুটকেসে কুকুরের মৃতদেহ আছে। তা তারা ভাসাতে এসেছেন। কিন্তু তাতে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দুই মহিলাকে আটক করে। এরপর সুটকেস খুলে দেখা যায়, তাতে এক মহিলার মুণ্ডহীন তিন টুকরো দেহ রয়েছে!

    বিষয়টি যে খুনের এবং তার প্রমাণ লোপাটের জন্য দেহ জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা, তা নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। ২ মহিলাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। সকাল সকাল খাস কলকাতায় এভাবে দেহ লোপাটের চেষ্টা দেখে রীতিমতো তাজ্জব সকলে। ওই মহিলাদের উপর জনরোষ আছড়ে পড়ে। প্রিজন ভ্যান থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। রণক্ষেত্র হয়ে ওঠে আহিরিটোলা ঘাট চত্বর। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
  • Link to this news (প্রতিদিন)