নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে ভরপুর বসন্তের আমেজ। সকাল-সন্ধ্যায় বেশ হিমেল হাওয়া। দিনের বেলায় গরম এখনও কিছুটা আরামদায়কই বলা চলে। তবে উত্তরবঙ্গ থেকে যেন বিদায় নিতেই চাইছে না শীত। কুয়াশা, বৃষ্টি, তুষারপাতের সম্ভাবনার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা। সিকিমের আবহাওয়ার প্রভাবে দার্জিলিংয়েও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তুষারপাত হতে পারে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি, কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গল ও বুধবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। কুয়াশাচ্ছন্ন কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরও। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই কার্যত কুয়াশার সম্ভাবনা। সিকিমে তুষারপাতের প্রভাবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বরফপাতের সম্ভাবনা বাড়ছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ৪ থেকে ৫ দিন এরকমই থাকবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ঢাকতে পারে ঘন কুয়াশায়। মঙ্গল, বুধে তাপমাত্রায় বিশেষ হেরফের নেই। তারপর ক্রমশ পারদ চড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। কলকাতাতেও সকালের দিকে খুব হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপর তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহান্তে অর্থাৎ মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯২ শতাংশ।