সোমবার হরিশ মুর্খাজি স্ট্রিটের পর মঙ্গলবার সকালেই ফের বোমাতঙ্ক। এ বার নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুতে বোমার আতঙ্কে শোরগোল। জানা গিয়েছে, নবান্ন থেকে কলকাতা অভিমুখী রাস্তায়, সেতুর টোল প্লাজার কাছে একটি বেওয়ারিশ ব্যাগ পড়ে থাকতে দেখে ছড়ায় চাঞ্চল্য। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।
টোলপ্লাজার পাশেই ফুটপাতের উপর পড়ে ছিল ব্যাগটি। ছোট্ট চটের ব্যাগটিকে ওই জায়গায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালায় বম্ব স্কোয়াডের পুলিশ। যদিও ব্যাগটি থেকে বিস্ফোরক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। তবে কে ওই ব্যাগ ওখানে ফেলে রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, সোমবার রাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি কাগজের বক্সকে ঘিরে ছড়ায় আতঙ্ক। খবর যায় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে। দ্রুত পৌঁছয় বম্ব স্কোয়াড। যাবতীয় সাবধানতা অবলম্বন করে এবং প্রয়োজনীয় পোশাক পরে ওই বেওয়ারিশ পেটিটি পরীক্ষা করে বম্ব স্কোয়াড কর্মী। কিন্তু, তাতে কোনও বিস্ফোরক মেলেনি। পুলিশ সূত্রে খবর, ওই কাগজের পেটিতে ওষুধ রাখা ছিল।