• কলেজের বেঞ্চের জন্য কাটা পড়ল ৩৬টি গাছ? চাপানউতোর কালনায়
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, কালনা: রাস্তার পাশের কয়েকটি গাছ কাটা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে তৃণমূল ও বিজেপির। কালনা–২ ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। বিজেপির অভিযোগ, সরকারি নির্দেশ না থাকা সত্ত্বেও শাসকদলের মদতে পঞ্চায়েত কালনা-বৈঁচি রাস্তার দু’পাশে গাছ কাটছে। কালনা–২ ব্লকের ২২ নম্বর জেলা পরিষদের সভাধিপতি বিজেপি নেতা পার্থপ্রতিম তা সোমবার কালনা–২ বিডিও–র কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

    এ দিকে, তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে, ব্লকের একমাত্র কলেজের ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ তৈরি করার জন্য এই গাছ কাটা হয়েছে। পঞ্চায়েত তার জন্য রেজ়িলিউশন করে বৈধ ভাবেই শুকনো গাছ কাটার অনুমতি নিয়েছে। তবে এই নিয়ে বৈদ্যপুর পঞ্চায়েতের প্রধান সোমাশ্রী ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

    কালনা–২ ব্লকের বিডিও অনিরুদ্ধ মণ্ডল বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করা হয়েছে। যে গাছ কাটা হয়েছে তা আমাদের হেফাজতে রয়েছে। বন দপ্তরকে জানানো হয়েছে। ওরাই সিদ্ধান্ত নেবে।’

    বিজেপি নেতা পার্থপ্রতিম বলেন, ‘যে গাছ কাটছিল তার কাছে পঞ্চায়েতের প্যাডে লেখা প্রধানের স্ট্যাম্প ও সই করা লিখিত একটা কাগজ ছিল। তাতে লেখা ছিল, ‘তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠনপাঠনের সুবিধার্থে বেঞ্চ করার উদ্দেশ্যে আমাদের পঞ্চায়েতের অধীনে থাকা ছ’টি শুকনো গাছ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের আবেদনের ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে উন্নয়নকল্পে দান করা হলো।’

    সেই কাগজের প্রতিলিপি বিডিও–কে জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। ৩৬টি গাছ কাটা হয়েছে। এর আগে গত দুই বছরে তালা, রামনগর, গোপালদাসপুর, আটকেটিয়া এলাকায় অবৈধ ভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

    তৃণমূলের কালনা–২ ব্লক সভাপতি প্রণব রায় বলেন, ‘বিজেপি অভিযোগ করে রাজনৈতিক ময়দানে বেঁচে থাকার চেষ্টা করছে। ব্লকের এই একটি মাত্র কলেজে বেঞ্চের অভাবে ছেলেমেয়েরা ক্লাস করতে পারে না। কলেজের পরিচালন সমিতি আশপাশের পঞ্চায়েতগুলোকে আবেদন করে বলেছিল শুকনো গাছ দান করলে আমরা বেঞ্চ করতে পারি। এলাকার ছাত্রছাত্রীদের স্বার্থে গাছ কাটা হয়েছে। এটা যদি অন্যায় হয়, এই অন্যায় আমরা লক্ষবার করব।’

  • Link to this news (এই সময়)