• কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্কুটার ও গাড়ির সংঘর্ষে মৃত দিদি, সঙ্কটজনক বোন ভর্তি হাসপাতালে
    আনন্দবাজার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক জনের। রবিবার সন্ধ্যায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে পড়ে যান দু’জন মহিলা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়েরা উদ্ধার করে তাঁদের ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সম্প্রীতি ঘোষ নামের মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শ্রুতি ঘোষকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজেস্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ওই গাড়ি ও তার চালকের সন্ধান করছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় স্কুটার চালিয়ে বোন শ্রুতিকে নিয়ে নৈহাটির দিকে যাচ্ছিলেন দিদি সম্প্রীতি। মথুরাপুরের কাছে এক্সপ্রেসওয়ে অতিক্রম করার সময় পিছন থেকে আসা একটি চারচাকা গাড়ি তাঁদের প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। সেই ধাক্কায় ছিটকে পড়েন দুই বোন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সম্প্রীতিকে মৃত বলে ঘোষণা করেন। শ্রুতিকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

    মৃত সম্প্রীতি ব্যারাকপুরের নিরঞ্জন নগর কলোনির বাসিন্দা ছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল। গাড়ির নম্বর বা চালকের সন্ধান এখনও মেলেনি।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, এক্সপ্রেসওয়ের ওই জায়গায় গতি নিয়ন্ত্রণকারী সঙ্কেত ও জেব্রা ক্রসিংয়ের অভাবে বার বার দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাছে যানবাহনের গতি পর্যবেক্ষণ ও ক্যামেরা বসানোর দাবি উঠেছে।

  • Link to this news (আনন্দবাজার)