সমুদ্রস্নানে কড়া নজরদারি, ভূমিকম্পের পর আতঙ্কে ভুগছেন দিঘার বাসিন্দারা...
আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় সাতসকালে ভূমিকম্পের পর এর প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতেও। পূর্ব মেদিনীপুরের জেলায় বেশ ভালমতোই অনুভূত হয়েছে ভূমিকম্প। জানা গিয়েছে, এদিন কম্পনের পর দিঘার সমুদ্রের গতিবিধি খানিকটা বদল হয়েছে, সমুদ্র খানিকটা উত্তাল হয়েছে। তবে সেটা ভূমিকম্পের জেরে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে প্রশাসনের নজরদারি রাখা হয়েছে। ফের এই ধরনের ঘটনা ঘটে পারে কিনা তাও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। পুনরায় এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের জেরে এলাকায় হুড়োহুড়ি আতঙ্ক খানিকটা ছড়িয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়েছিল গোটা এলাকা। সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের একাংশ। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের কিছু অংশ এবং ওড়িশাতেও। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটে। কম্পনের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরে এবং ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় সংস্থার তরফে যে গ্রাফ প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল এবং আশেপাশের অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘা অঞ্চলে ভাল মতো কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশেও পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।