আজকাল ওয়েবডেস্ক: সাইকেল বিক্রি করছিল যুবক। সেই সাইকেলের দোকান থেকে তাকে পাকড়াও করল পুলিশ। বৃদ্ধা মাকে খুনের অভিযোগে যুবককে আটক করে হাড়হিম হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমহনি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আবদুল মোড় এলাকায়। রবিবার দুপুরে বাড়ির মধ্যে নিজের মায়ের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা করে বাপি রায় নামের অভিযুক্ত যুবক। এমনকী নিজের দাদার উপরেও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সুনীতি রায় নামের মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
সেদিনই সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাপি। এরপর সাইকেলটি বিক্রি করার চেষ্টাও করে। তখনই পুলিশ তাকে আটক করে। পুলিশি জেরায় সে জানিয়েছে, রবিবার দুপুরে দাদাকে আগে খেতে দিয়েছিল মা। তা ঘিরেই ঝামেলা শুরু হয়। অশান্তি চলাকালীন মা ও দাদার উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় সে। মায়ের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সুনীতির স্বামী কয়েক মাস আগেই মারা যান। পেনশনের টাকায় সংসার চালাতেন তিনি। বড়ছেলে অসুস্থ ছিলেন। ছোটছেলে বাপি বেকার ছিলেন। এদিন নিজের দাদার উপরেও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাপির দাদা।