• ফের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ৮০ জনের রাজ্য কমিটিতে মহিলা সদস্য ১৪ জন...
    আজকাল | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সম্পাদক পদে মহম্মদ সেলিমের উপরেই আস্থা রাখল সিপিএম। হুগলির ডানকুনিতে পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএমের ২৭তম সম্মেলনে নবগঠিত রাজ্য কমিটির প্রথম সভায় সেলিমকে সর্বসম্মতিক্রমে রাজ্য সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি দলের রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হলেন। 

    এই সম্মেলনে সিপিএম-এর ৮০ জন সদস্যের যে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন দলের ১৪ জন মহিলা সদস্য। তালিকায় রয়েছেন দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, রূপা বাগচি, গার্গী চ্যাটার্জি, বিলাসীবালা সহিস, কণিনিকা ঘোষ, মধুজা সেন রায়, শ্যামলী প্রধান, মীনাক্ষী মুখার্জি, আত্রেয়ী গুহ, শেখ হাসিনা, গীতা হাঁসদা, জাহানারা খান ও কেনিজ রবিউল ফতিমা (আলেয়া)। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে এই সম্মেলন শেষ হবে মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি।

    চারদিনের এই সম্মেলনে একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে। উঠেছে আইএসএফ-এর সঙ্গে দলের আসন সমঝোতা নিয়ে। বেশ কয়েকজন প্রতিনিধি সম্মেলনে জানান, দলের নিচুতলায় এখনও এই বিষয়টি পরিষ্কার করে বোঝানো যাচ্ছে না। উঠেছে নতুন নেতা বাছাইয়ের আগে মাপকাঠি তৈরির মতো বিষয়টিও। কেউ কেউ এমন দাবিও তুলেছেন দলের সাংগঠনিক কাজ এবং ফলাফল দেখে কেন নেতা বাছাই করা হচ্ছে না? এখন দেখার বিষয় প্রবীণ ও নবীন প্রজন্মের মিশেলে তৈরি নবগঠিত সিপিএমের এই রাজ্য কমিটি আগামী বছরের বিধানসভা নির্বাচন কীভাবে সামাল দেয়।
  • Link to this news (আজকাল)