সেলিমই CPIM রাজ্য সম্পাদক, কমিটিতে ১৪ জন মহিলা, সুশান্ত 'বাদ'
আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মহম্মদ সেলিমের উপরই আস্থা রাখল বঙ্গ সিপিআইএম। ফের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন। শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলন। আজ তার শেষ দিন। পূর্ব সূচি মতো এদিন ৮০ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। সেখানেই সর্বসম্মতিক্রমে সেলিমকে রাজ্য সম্পাদক করা হয়।
এই কমিটিতে জায়গা দেওয়া হয়েছে ১৪ জন মহিলাকে। তাঁরা হলেন, দেবলীনা হেমব্রম, রমা বিশ্বাস, রূপা বাগচী, গার্গী চট্টোপাধ্যায়, বিলাসী বালা, কণিকা ঘোষ, মধুজা সেন রায়, শ্যামলী প্রধান, মীনাক্ষী মুখোপাধ্যায়, অত্রেয়ী গুহ, গীতা হাঁসদা, শেখ হাসিনা, জাহানারা খান এবং কেঞ্জি রবিউল ফতেমা।
জল্পনা ছিল। আর তা সত্যি করে রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে। এর আগে সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল আলিমুদ্দিনে। তবে তখনই তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কিন্তু এবার তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজ্য কমিটি থেকে ছেঁটে ফেলা হল।
এবারের ৮০ জনের কমিটিতে রয়েছেন ১১ জন নতুন মুখ। উত্তরবঙ্গের জীবেশ সরকারকে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে। বাদ দেওয়া হয়েছে বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্রকে।
প্রসঙ্গত, শনিবার বেলা ১২টায় সূচনা হয় সিপিএম-এর রাজ্য সম্মেলনের। প্রায় সাড়ে পাঁচশো প্রতিনিধি সারা রাজ্য থেকে উপস্থিত ছিলেন। প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, হান্নান মোল্লারা আসেন এই সম্মেলনে।
উল্লেখ্য, সোমবারই সিপিএম-এর রাজ্য সম্পাদক সেলিমের মুখে প্রজেক্ট মিশন মোডের কথা শোনা যায়। এর অর্থ হল, কোনও কিছু শুরু করলে তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। আনিস খানের মৃত্যু থেকে শুরু করে আরজি-কর। এই সব ইস্যুতে সিপিএম আন্দোলন শুরু করলেও সেগুলো শেষ করতে পারেনি। আন্দোলনগুলোর ঝাঁঝ থাকলেও তার প্রতিফলন ভোটবাক্সে দেখা যায়নি। সেই দুর্বলতা কাটানোর কথাও এই সম্মেলনে উঠে আসে বাম নেতাদের মুখে।