কুমোরটুলি কেস: পিসি শাশুড়িকে টুকরো করেছে? মা-মেয়ের দাবি শুনুন
আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার সকাল সাতটায় মাস্ক পরে ট্রলি ব্যাগ নিয়ে কুমোরটুলি ঘাটে হাজির হয় তারা। ব্যাগটি এত ভারী ছিল যে দু'জনে মিলে সেটি টানতে হিমশিম খাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি নজরে রাখেন। ব্যাগের ভিতরে কী আছে জানতে চাইলে প্রথমে জানানো হয়, সেটি কুকুরের দেহ।
কিছুক্ষণ পরই মা-মেয়ে গঙ্গায় কিছু ফেলতে গেলে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। ব্যাগ খুলতেই দেখা যায়, কাপড়ে মোড়া পচাগলা দেহ। পুলিশ এসে দু'জনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের বয়ান বারবার বদলাতে দেখা যায়। কখনও বলেন কুকুরের দেহ, কখনও পিসিশাশুড়ির দেহ, কখনও আবার ননদের। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। প্রিজন ভ্যানে তোলার সময় স্থানীয়রা বিক্ষোভ দেখান।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। দু'জনের কাছ থেকে শিয়ালদা-হাসনাবাদ লাইনের কাজিপাড়ার ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে।