৮ জেলায় গরম পড়া শুরু হচ্ছে, তাপমাত্রা লাফিয়ে বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের
আজ তক | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
রাজ্যে চলতি সপ্তাহের শুরুতে সাময়িক স্বস্তি দিলেও এবার গরমের দাপট বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। ফলে বুধবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেমন থাকবে তাপমাত্রা?
সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে উঠবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বুধবার থেকে তা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
বৃষ্টি আসবে কবে?
শেষ কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছিল। রবিবারও (গতকাল) কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি দেখা গিয়েছে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সোমবার বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও, তাতে গরমে বিশেষ স্বস্তি মিলবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে স্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে রেহাই নেই
দক্ষিণবঙ্গে যখন গরম বাড়ার সম্ভাবনা, তখন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে স্বস্তি মিলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে।
উইকেন্ডে গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে রাজ্যের বেশিরভাগ জেলায় গরমের তীব্রতা বাড়বে। কলকাতাসহ আশপাশের এলাকাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। ফলে ছুটির দিনে গরমে নাজেহাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
পরামর্শ
বাইরে বেরোলে সানগ্লাস ও হালকা রঙের সুতির পোশাক পরুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। দুপুরবেলা প্রখর রোদে বাইরে বেরনো এড়িয়ে চলুন।