• গণপিটুনি দিয়ে হত্যা মামলায় পানিহাটি পুরসভার কাউন্সিলরসহ ৫ জনের যাবজ্জীবনের নির্দেশ
    বর্তমান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণপিটুনির জেরে হত্যা মামলায় পানিহাটি পুরসভার কাউন্সিলরসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আজ, মঙ্গলবার দুপুরে তারক গুহসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাকপুর তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালত।


    বিচারক অয়ন কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৯, ৩০২ এবং ৩২৫ ধারায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এটি বিরলতম ঘটনা নয়। পাঁচজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হল। ১০ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ।


    এদিন সাজাপ্রাপ্তদের মধ্যে তারক গুহ ছাড়াও রয়েছেন নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। নেপাল গুহ তৃণমূলের পশ্চিম পানিহাটি উদ্বাস্তু সেলের সভাপতি।


    এদিনের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১.৩০ থেকে আদালত চত্বরে ভিড় বাড়তে শুরু করে। তৃণমূল কর্মী ও কাউন্সিলররা আদালত চত্বরে চলে আসেন। দুপুর ১২টার পরে সকলে আদালত কক্ষে ঢুকলে বিচারক সবাইকে বের হয়ে যেতে নির্দেশ দেন।


    রায় ঘোষণার পরে আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়েন নেপাল গুহের স্ত্রী জুঁই গুহ। অন্য মহিলারাও কান্নাকাটি শুরু করেন। আদালত চত্বরে ভিড় সামাল দিতে র‍্যাফ মোতায়েন করা হয়। তারক গুহ এবং নেপাল গুহ পরিবার এবং দলের কর্মীদের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যরা জানিয়ে দেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।  পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য আদালত চত্বরে দাঁড়িয়ে জানিয়ে দেন, দল তারক গুহদের পাশে আছে। রায়ের কপি হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


    প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গা পুজোর সময় মোবাইল চুরির অভিযোগে শম্ভু চক্রবর্তী নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। মোট ১০ জনের বিরুদ্ধে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলাতেই আজ ৫ জনের সাজা ঘোষণা হল। গত শুক্রবার ৩ জনকে খালাস করে দেওয়া হয়েছিল। দুজন এখনও পলাতক।
  • Link to this news (বর্তমান)