• ‘গ্রেড কার্ড কেলেঙ্কারি’তে সিদ্ধান্ত নেবে ইসি, ঘেরাওমুক্ত উপাচার্য
    দৈনিক স্টেটসম্যান | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • স্কলারশিপ পাওয়ার জন্য গ্রেড কার্ডে কারচুপি করার অভিযোগ উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বেশ কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ-উপাচার্যকে ঘেরাও করেন পড়ুয়ারা। ২৪ ঘণ্টারও বেশি সময় ঘেরাও থাকার পর অবশেষে ‘মুক্তি’ পেলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। গোটা বিষয়টি এগজিকিউটিভ কাউন্সিল বা ইসি-র উপর ছাড়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।

    প্রতি ছ’মাস অন্তর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। এই পরীক্ষার পোশাকি নাম সেমিস্টার। আর সেই পরীক্ষার রেজাল্ট বা গ্রেডের ভিত্তিতেই স্কলারশিপ পেয়ে থাকেন পড়ুয়ারা। প্রাপ্ত গ্রেড উল্লেখ করা থাকে গ্রেড কার্ডে। অভিযোগ, সেই গ্রেড কার্ড বিকৃত করে স্কলারশিপের জন্য আবেদন করেন বেশ কয়েকজন পড়ুয়া। পড়ুয়াদের প্রাপ্ত গ্রেড দেখে সন্দেহ হয় বিকাশ ভবনের। দু’জনের নথি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ‌ফেরত পাঠানো হয়।

    এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে খোঁজখবর শুরু হয়। বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করে কর্তৃপক্ষ। দেখা যায়, মোট ৪২ জন পড়ুয়া এই ধরনের ‘গ্রেড কার্ড’ বিকৃত করার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, এ বার থেকে প্রত্যেক পড়ুয়ার গ্রেডকার্ড যাচাই করা হবে। তারপরই বৃত্তি পাবেন তাঁরা। আপাতত পড়ুয়াদের বৃত্তি আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়।

    স্কলারশিপ আটকে যাওয়ায় বিক্ষোভের পথে হাঁটে পড়ুয়ারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একাংশ। স্কলারশিপ দ্রুত দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। যদিও তাঁদের ‘অনৈতিক’ দাবি মেনে নেননি উপাচার্য। রাতভর ঘেরাও থাকেন তিনি। ওয়ার্কিং কমিটির মিটিং চলাকালীন ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই স্কলারশিপের ব্যবস্থা করতে হবে।

    গোটা ঘটনায় ক্ষোভ উগড়ে দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, জীবনের প্রথম থেকেই ছাত্রছাত্রীরা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। ওদের শুভবুদ্ধির উদয় হোক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার পরীক্ষা নিয়ামক কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত, এখনও পর্যন্ত যে ৪২ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, তা এগজিকিউটিভ কাউন্সিল বা ইসির উপর ছাড়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)