বাসযাত্রীদের জন্য সুখবর। ১২৫ কোটি টাকা ব্যয়ে ২০০টি সিএনজি বাস কিনছে রাজ্য পরিবহন দপ্তর। দুর্গাপুজোর আগেই এই নতুন সিএনজি বাসগুলি রাস্তায় নামতে পারে। দপ্তর সূত্রে খবর, বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কেনা হচ্ছে। বাসের রকমফেরও রয়েছে। মিডি এবং সেমি বাসের পাশাপাশি রাস্তায় নামবে ডিলাক্স বাসও। সরকারি বাস পরিষেবা নিয়ে প্রায়শই বিভিন্ন অভিযোগ ওঠে। পর্যাপ্ত বাস না থাকার পাশাপাশি এসির মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। নতুন বাসগুলি রাস্তায় নামলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন পরিবহন দপ্তরের আধিকারিকেরা। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমেই বাসগুলি কেনা হবে।
অবশ্য কোন কোন রুটে বাসগুলি চালানো হবে তা এখনও ঠিক হয়নি। পরিবহন দপ্তর সূত্রে খবর, বাস কেনার প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লাগবে। সেই সময়ের মধ্যে বাসগুলির রুট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, অফিস টাইমে যাত্রীদের কথা মাথায় রেখে জনপ্রিয় রুটে নামানো হবে বেশ কয়েকটি করে বাস। ২০২৪ নতুন বাস কিনতে চেয়ে অর্থ দপ্তরের কাছে আবেদন জানিয়েছিল পরিবহন দপ্তর। অবশেষে সবুজ সংকেত দিয়েছে অর্থ দপ্তর। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে সরকারি পরিবহন ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মনে করা হচ্ছে, তারপরই নতুন বাসের বিষয়টি নিয়ে অর্থ দপ্তরে তদ্বির করে টাকা আদায় করলেন স্নেহাশিস।
পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ৯ মিটারের লম্বা মিডি বাস কেনা হবে ৩০টি, যার প্রতিটির মূল্য ৪২ লক্ষ টাকা। ১২০টি সেমি ডিলাক্স বাস কেনা হবে। এই বাসগুলি লম্বায় ১২ মিটার, যার প্রতিটির দাম ৬৫ লক্ষ টাকা। ডিলাক্স বাসও ১২ মিটার লম্বা। প্রতিটি ডিলাক্স বাসের জন্য খরচ হবে ৭০ লক্ষ ৪০ হাজার টাকা। পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই সিএনজি বাস কেনার হাঁটছে রাজ্য পরিবহন দপ্তর। ইতিমধ্যেই নতুন বাসের কথা মাথায় রেখে রাজ্য মন্ত্রিসভার তরফে ৯০০ জন বাসচালক এবং কন্ডাক্টর নিয়োগের সিদ্ধান্ত পাস হয়ে গিয়েছে।
দীর্ঘদিন পর নতুন বাস কেনার জন্য অর্থ বরাদ্দ করল নবান্ন। বেশ কয়েকবছর আগে ৮০টা বৈদ্যুতিক বাস কেনা হয়েছিল। আর এবার আসছে সিএনজি বাস। এই বাস চললে শহরে দূষণের মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন বাস কিনলেই হয় না, সেই বাস যাতে পরিবেশবান্ধব হয়, সেই দিকেও নজর রাখতে হয়। যাত্রী পরিষেবা দেওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ রোধ করতে ২০০টি সিএনজি চালিত বাস কিনতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর।