জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বান্ধবীর উপস্থিতিতে শ্যুটআউট! এবার সাসপেন্ড হুগলির চণ্ডীতলার থানার প্রাক্তন আইসি জয়ন্ত পাল। জেলা পুলিস লাইনে ক্লোজ করে তাঁর বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত।
ঘটনাটি ঠিক কী? গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে গুলি চলে মধ্য হাওড়া নেতাজি সুভাষ রোডে, একটি পেট্রোল পাম্পের কাছে। গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলার থানার তত্কালীন আইসি জয়ন্ত পাল। পুলিসের বোর্ড লাগানো গাড়িতে চেপে ওই এলাকায় এসেছিলেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে ছিলেন বান্ধবীও! ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। চণ্ডীতলার থানার আইসি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয় জয়ন্তকে। গোটা ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে হয় হুগলি গ্রামীণ জেলা পুলিস।
সূত্রের খবর, হুগলির পুলিস সুপারের কাছে রিপোর্ট জমা দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরপর সেই রিপোর্ট জমা পড়ে এডিজি(আইনশৃঙ্খলা) কাছেও। নিয়ম অনুযায়ী. কোনও অফিসার সংশ্লিষ্ট থানা এলাকার বাইরে গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। রিপোর্টে উল্লেখ, অভিযুক্ত ওই পুলিস আধিকারিক ছুটিতে ছিলেন না, তবুও নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছিলেন তিনি। তাও আবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই! সেকারণেঅই সাসপেন্ড করা হল ওই পুলিস আধিকারিককে।
জানা গিয়েছে, গাড়িতে বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি হয় ওই পুলিস আধিকারিকের। তারপরেই গুলি চলে। গুলি শব্দে শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় তল্লাশি চালায় হাওড়া সিটি পুলিস। ঝোপের ভিতর থেকে উদ্ধার হয় এক দেশি পিস্তল। ওই পুলিস আধিকারিকের গাড়িতে পাওয়া যায় যৌন বলবর্ধক ওষুধ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News