বিধান সরকার: পুলিসের রেষারেষি তত্ত্ব খারিজ করে সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের দাবি, ওই ড্রাইভার রেষারেষি করে না। ইভটিজিংয়ের কোনও অভিযোগ হয়নি গতকাল জানিয়েছেন, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনার সুনীল চৌধুরী। সুতন্দ্রার মায়ের দাবি, ইভটিজিংই হয়েছে। অভিযোগ হয়েছে কিনা সে প্রশ্নে বলেন যে অভিযোগ করেছিল তার সঙ্গে কথা হয়নি। পুলিস ঘটনা ধামাচাপা দিতে চাইলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়েতে কেন কোনও পুলিস ছিল না। ওদের গাড়ি ধরা পরল অভিযুক্তরা কেন ধরা পরল না। সুতন্দ্রার বাড়ির সামনে পুলিস পিকেট, সুতন্দ্রার বাড়িতে মহিলা কমিশন এসেছে। সকাল থেকেই বন্ধ চন্দননগরের ২ নম্বর ওয়ার্ডের নারুয়া রায় পাড়ার চট্টোপাধ্যায় বাড়ির দরজা। থমথমে এলাকার পরিবেশ। মাঝেমধ্যেই বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। সোমবার দেহ আনতে দুর্গাপুরে গিয়েছিলেন মা ও পিসি। তারপর থেকে সুতন্দ্রাদের বাড়িতেই ছিলেন পিসি মৌসুমি পাল।
সুতন্দ্রার পিসি জানান, ড্রাইভার কি বলেছে শুনিনি। ইভটিজিংয়ের অভিযোগ জানোনো হয়েছে। কি হয়েছিল পুলিসি তদন্তে বেরোবে। চন্দননগর পুলিসে একটি দল সুতন্দ্রাদের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে। রবিবার গভীর রাতে একটি চার চাকা গাড়িতে করে চালক-সহ ৫জন চন্দন নগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়ির মধ্যে এক যুবতী-সহ চার আরোহী ছিলেন।
অভিযোগ, আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরানোর পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক একটি চার চাকা গাড়িতে করে তাদের কটূক্তি করতে করতে পানাগড় পর্যন্ত ধাওয়া করে। পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়ি আটকাতে গেলে ভয়ে যুবতীর গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়।
দুষ্কৃতিদের গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারলে গাড়িটি প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে রাস্তার ধারে পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি ৪জন অল্প বিস্তর আহত হয় বলে পুলিস সূত্রে খবর।