ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেন হাওড়ায়? বান্ধবীর সঙ্গে বিবাদে গুলিবিদ্ধ চণ্ডীতলার আইসি সাসপেন্ড
প্রতিদিন | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সুমন করাতি, হুগলি: চণ্ডীতলার থানার আইসি জয়ন্ত রায়কে সাসপেন্ড করা হল। মঙ্গলবার উপরমহল থেকে এই নির্দেশ এসেছে। তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে। বান্ধবীর সঙ্গে ঝগড়ায় হাওড়ায় তিনি নিজেকেই গুলি চালিয়েছিলেন। ঘটনার পর থেকে তিনি তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও করছিলেন বলে খবর।
চলতি মাসেই হাওড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন জয়ন্ত রায়। কেন বান্ধবী ফোন ধরেননি? তা জানতে হাওড়ায় দালালপুকুর এলাকায় তিনি গিয়েছিলেন। শিবপুর থানা এলাকার একটি গলিতে দাঁড়িয়ে বান্ধবীর সঙ্গে ঝগড়া করেন তিনি। এরপর একটি দেশি পিস্তল দিয়ে নিজেকেই নিজে গুলি করেন। ফেরত যাওয়ার সময় সঙ্গীদের একটি জঞ্জালের ভ্যাটে পিস্তলটি ফেলে দিতে বলেন তিনি। কে তাঁর উপর গুলি চালাল? নাকি তিনি নিজেই আত্মঘাতী হতে চেয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছিল। ঘটনায় পুলিশ মহলেও যথেষ্ঠ শোরগোল পড়ে যায়। হাওড়া সিটি পুলিশ তদন্তে নেমে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারীদের তিনি শুরু থেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এরপরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজেকেই নিজে গুলি করছেন জয়ন্ত।
এরপর ওই ঘটনাটি ঘিরে একাধিক তথ্য সামনে আসতে থাকে। প্রাক্তন আইসি জয়ন্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেই উঠেছে। তাঁর একাধিক সম্পত্তির হদিশও পাওয়া গিয়েছে। কর্মক্ষেত্রে অত্যন্ত বদমেজাজি বলে তিনি পরিচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে কেন তিনি হাওড়া গিয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে। হাওড়া সিটি পুলিশের তদন্তকারীরা গুলি-কাণ্ডে একের পর এক তথ্য পেতে থাকে। পরতে পরতে রহস্যও বাড়তে থাকে।
গুলি চালনার প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বললেন, ‘‘বার বার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করে কোনও লাভ নেই। সবরকম পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে গুলি চালনার সব দিক খোলা রেখে তদন্ত চলছে। তদন্তে জয়ন্ত পাল দোষী প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত চললেও আপাতত পুলিশ তাঁকে হেফাজতে নিচ্ছে না। গুলি লাগার পর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জয়ন্ত রায়ের বান্ধবীকেও গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। ওই দেশি পিস্তলটিও উদ্ধার হয়েছে।