আলুচাষিদের জন্য সুখবর! ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলুচাষিদের জন্য সুখবর। ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ডিভিসিকেও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে অকাল বৃষ্টি, এর ফলেই ব্য়াপক ক্ষতি হয়েছে ফসলের।
সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে সেই ইস্যুতেই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে একহাত নিয়ে দাবি করলেন, ফের রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার সঙ্গে গত কয়েকদিনে অকাল বৃষ্টি হয়েছে। এর জেরেই বিস্তীর্ণ এলাকায় নষ্ট হয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত আলু রাজ্য কিনে নেবে বলে জানালেন তিনি। ঘোষণা করলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফান্ড তৈরি করেছে। এখানেই শেষ নয়, আলুচাষিদের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্ট্যালে ৯০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এতে চাষিরা খানিকটা হলেও সুবিধা পাবেন বলেই মনে করছে রাজ্যে।
উল্লেখ্য, দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে বিঘার পর বিঘা জমি ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছিল কৃষকদের। জমে নেমেই আলু তুলে ফেলার চেষ্টা করছিলেন কৃষকরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খানিকটা স্বস্তিতে চাষিরা।