• ট্রেনের শৌচাগারে উদ্ধার ঝুলন্ত দেহ, সাঁতরাগাছিতে আঁতকে উঠলেন কর্মীরা
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এক্সপ্রেস ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। সূত্রের খবর, হাওড়া স্টেশনে একটি মেল ট্রেন আসে। সেখানে যাত্রীদের নামানো হয়। তার পরে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি কারশেডে আসে ওই দূরপাল্লা ট্রেনটি। সেখানেই ট্রেন সাফ করার সময় রেলকর্মীদের নজরে পড়ে ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলের পরে এই ঘটনার কথা জানাজানি হয়।

    ট্রেনের শৌচাগারে দেহ দেখেই রেল আধিকারিকদের খবর দেন কর্মীরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ট্রেনের শৌচাগার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির কাছ থেকে কোনও টিকিট পাওয়া যায়নি। সূত্রের খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। একটি সূত্রের খবর, পশ্চিমের কোনও রাজ্য থেকে ওই দূরপাল্লার ট্রেনটি হাওড়া এসেছিল। তবে ট্রেনের নাম ও নম্বর নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি রেলের তরফে।

  • Link to this news (এই সময়)