• বাড়ির দুই বৌ, মেয়ের খুন বাড়ির কর্তাদের হাতেই?
    এই সময় | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • ট্যাংরায় দে পরিবারের তিন মহিলা সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাড়ির কর্তারাই যুক্ত, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। তিনি জানান, দে পরিবারের দুই ভাই-ই গোটা ঘটনায় যুক্ত। এখানে তৃতীয় কোনও ব্যক্তির যোগ নেই। সিপির বক্তব্য, ব্যবসার কারণেই এই ঘটনা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রণয় দে ও প্রসূন দের বয়ান নিয়ে বেশ কিছু জায়গায় ধন্দ রয়েছে। এর জন্য পুলিশের তরফে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হবে।

    অর্থাৎ ফরেন্সিক এক্সপার্ট বা এই ধরনের বিষয়গুলি নিয়ে যাঁরা নিয়মিত কাজ করেন, তাঁদের কাছ থেকে বয়ান যাচাই করে ধন্দের নিরসনের চেষ্টা করা হবে। এর পর মনে হলে পুননির্মাণ নিয়ে ভাবনাচিন্তা করবে পুলিশ।

    সুদেষ্ণা দে, রোমি দে ও প্রিয়ংবদা দের মৃত্যুর ঘটনায় বাইরের লোকের হাত নেই, তা এ দিন নিশ্চিত করেছেন কলকাতা পুলিশের সিপি। আপাতত এনআরএস হাসপাতালে ভর্তি প্রসূন, প্রণয়, প্রতীপ। সূত্রের খবর, প্রণয়, প্রসূনের এই মুহূর্তে যা মানসিক অবস্থা, তাতে তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কাজ করতে পারে। তাই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তাঁদের।

    এমনও তদন্তে উঠে এসেছে যে, দুই ভাইয়ের একজন সরাসরি খুনের ঘটনায় যুক্ত, অন্য জন প্রমাণ লোপাটের সব রকম চেষ্টা করেছে। পুলিশ সূত্রে খবর, প্রসূন, প্রণয় সুস্থ হলেই তাঁদের গ্রেপ্তার করা হবে। অন্যদিকে বাড়ির নাবালক পুত্র প্রতীপকে কলকাতা পুলিশের কোনও হোমে রাখা হতে পারে।

  • Link to this news (এই সময়)