আচমকা বোমা বিস্ফোরণ। বীরভূমের মাড়গ্রামে এই ঘটনায় এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে বলে খবর। আহত ব্যক্তির নাম রঙ্গলাল মাল। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বীরভূমের মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রামের ঘটনা। বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, আহত রঙ্গলালের বাড়িতেই মজুত ছিল বোমা। মঙ্গলবার অসাবধানতায় সেই বোমা ফেটে যায়। বিস্ফোরণে উড়ে যায় তাঁর হাত। আহত অবস্থায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন রঙ্গলাল।
আহত ব্যক্তির দাবি, তিনি বহুকাল আগে সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় অন্য দলের সঙ্গে ঝামেলার জন্য বাড়িতে মজুত করেছিলেন বোমা। পরে সব বোমা ফেলে দেওয়া হলেও কোনও ভাবে একটি রয়ে গিয়েছিল। সেটির কথা মনে না থাকায় এ দিন চিলেকোঠায় ধানের ভুসি বার করতে গিয়ে হাত লেগে ফেটে যায় সেই বোমা বলে দাবি আহতের। তবে কী কারণে বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হবে আহতকেও।