• কিশোরীকে ধর্ষণ ও খুনে জমা চার্জশিট
    আনন্দবাজার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিউ টাউনে কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃতের বিরুদ্ধে বারাসত পকসো আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। একই সঙ্গে এই মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শুরু হয়, চার্জশিটে সেই আবেদনও করেছে পুলিশ।

    গত ৬ ফেব্রুয়ারি নিউ টাউনের লোহাপুলের কাছে একটি পরিত্যক্ত জমিতে এক কিশোরীকে ধর্ষণ ও খুন করে ফেলে দেওয়া হয়। ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে সৌমিত্র রায় ওরফে রাজ নামে এক ই-রিকশাচালককে গ্রেফতার করেছিল নিউ টাউন থানার পুলিশ। মায়ের সঙ্গে ঝগড়া করে ওই কিশোরী বাড়ি থেকে বেরিয়ে যায়। জগৎপুর এলাকা থেকে তাকে রাজ নিজের ই-রিকশায় চাপিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অভিযোগ, এর পরে ই-রিকশায় বসা কিশোরীকে ওই যুবক লোহাপুল এলাকায় নিয়ে যায় ও জঙ্গলাকীর্ণ একটি পরিত্যক্ত জমির ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে বলে অভিযোগ। ৮ ফেব্রুয়ারি রাতে রাজকে গ্রেফতার করে পুলিশ।

    বিধাননগর পুলিশ কমিশনারেট এ দিন জানায়, ১৭ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭ (২), ১৪০(১), ১০৩ (১), ৬৫ (১), ৬৬ ধারায় মামলা করেছে পুলিশ। যুক্ত করা হয়েছে পকসো আইনের ৬ নম্বর ধারাও। পুলিশ জানিয়েছে, ওই মামলায় ৬০ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে ন’পাতার চার্জশিটে মেডিকো-লিগ্যাল, ডিজিটাল, ফরেন্সিক ও জিয়ো লোকেশন সংক্রান্ত ৪০০ পাতার তথ্যপ্রমাণও যুক্ত করা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)