• মেডিক্যাল কলেজে উৎসব করার জন্য কেন দু’কোটি অনুদান? মমতার ঘোষণার বিরুদ্ধে হাই কোর্টে মামলা
    আনন্দবাজার | ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে বাৎসরিক উৎসব (ফেস্ট) করার জন্য দু’কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এ বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে।

    সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে বাৎসরিক উৎসব করার জন্য দু’কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরোধিতা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তাঁদের আশঙ্কা, এর ফলে নতুন করে ‘দুর্নীতি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁরা জানান, আগেও মেডিক্যাল কলেজে ‘ফেস্ট’ হত। ক্লাবে খয়রাতি দেওয়ার মতো এখন এতেও অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হল। এ বার ওই বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা করতে চেয়ে আবেদন করা হল।

    আবেদনকারী আইনজীবীর বক্তব্য, কলেজে ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। কোনও কলেজেই নির্বাচিত ছাত্র প্রতিনিধি বা নির্বাচিত ছাত্র সংসদ নেই। তারঁ প্রশ্ন, ‘‘এই অবস্থায় বাৎসরিক অনুষ্ঠানের জন্য সরকার অনুদান দিলে সেই টাকা কী ভাবে খরচ হবে? ওই টাকার অপব্যবহার হতে পারে।’’ সরকারি হাসপাতালে রোগীরা যেখানে উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, সেখানে ‘ফেস্ট’-এর জন্য দু’কোটি টাকা বরাদ্দ করা কতটা যুক্তিযুক্ত, সে প্রশ্নও তুলেছেন তিনি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম জানান, ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলার সঙ্গে এই বিষয়টিও জুড়ে দেওয়া হবে।

  • Link to this news (আনন্দবাজার)