বিরোধী দলনেতার জেলা। সেখানেই একের পর এক সমবায় সমিতিতে লাগাতার জিতে চলেছে তৃণমূল। এ বার কাঁথি- ৩ ব্লকের ওলমাইদলবাড় সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। একদিন আগেই এগরা ১ ব্লকের তেলামী সমবায় সমিতির নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। তারও কয়েকদিন আগে নন্দকুমার ব্লকের কল্যাণপুর সমবায় সমিতি দখলে এনেছে তৃণমূল, সেখানে একটিও আসন পায়নি বিজেপি। ঠিক সে ভাবেই কাঁথি- ৩ ব্লকের ওলমাইদলবাড় সমবায়ের নির্বাচনেও সব আসনই দখলে এনেছে তৃণমূল।
এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৯টি। মঙ্গলবার নির্বাচনে তৃণমূল দখল করেছে ৯টি আসনই। সকাল থেকে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বিকেলে তৃণমূলের জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবিরে মেতে ওঠেন দলের কর্মী ও সমর্থকেরা। সমবায়ের সবকটি আসনেই অর্থাৎ ৯টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন। সূত্রের খবর, এই সমবায়ের নির্বাচনে কোনও বিরোধী দল একা সব আসনে প্রার্থী দেয়নি। মঙ্গলবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৫০। যাঁদের মধ্যে ভোট পড়েছে ৫৩৬টি।
এই সমবায় কুমিরদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, এই পঞ্চায়েতটিও তৃণমূলের দখলে। এই জয়ে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক দল। আইএনটিটিইউসির জেলা সভাপতি বিকাশ বেজ বলেন, ‘আগে সর্বদলীয় বোর্ড ছিল। এই নির্বাচনে মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছেন। আগামী দিনে বিজেপি আর থাকবে না।’ কাঁথির বিজেপি নেতা অরূপকুমার দাসের দাবি, ‘শাসকদল ক্ষমতার জোরে এই সমবায়গুলির দখল নিচ্ছে। এর জবাব আগামী বিধানসভা নির্বাচনে পেয়ে যাবে।’