অন্যমনস্ক হয়ে মজুত বোমায় হাত, বিস্ফোরণে উড়ে গেল হাতের কব্জি...
আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আচমকা বিস্ফোরণে উড়ে গেল হাত। ঘটনায় আহত রঙ্গলাল মালকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁর বাড়িতেই মজুত করা ছিল তাজা বোমা। সেখানে অসাবধানতাবশত হাত পড়তেই এই দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রামে।
এদিন সন্ধ্যায় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁর ডান হাতের কব্জি সম্পূর্ণ উড়ে যায়।
ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মারগ্রাম থানার পুলিশ। কীভাবে বাড়ির মধ্যে বোমা মজুত করা হয়েছিল এবং তাঁর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রামের মানুষজন এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ আশ্বাস দিয়েছে, এই ঘটনার পেছনে যদি কোনও অপরাধমূলক ষড়যন্ত্র থাকে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কেন এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।