গঙ্গায় মরণঝাঁপের পর এবার বোমাতঙ্ক, যত কাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে...
আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুতে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। স্নিফার ডগের সাহায্যে নিয়ে ব্যাগটি চিহ্নিত করে অনুসন্ধান করা হয়। ব্যাগটিতে একটি টিফিন বক্স রয়েছে। যা থেকেই ছড়ায় বোমাতঙ্ক। তবে তেমন কিছু মেলেনি বলেই খবর। মঙ্গলবার এই ঘটনায় সেতুর একাংশের যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যহত হয়।
সম্প্রতি এই সেতুতে স্কুটি রেখে মরণ ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। তারপর এদিনের ঘটনা নিয়ে দ্বিতীয় সেতুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বেলার দিকে সেতুর টোলপ্লাজার পাশেই পড়েছিল ব্যাগটি। তার মধ্যে ছিল একটি কৌটো। যা থেকে বোমাতঙ্ক ছড়ায়। আসে সেতুর নিরাপত্তায় থাকা পুলিশ আধিকারিকরা। ডাকা হয় বম্ব স্কোয়াডকে। নিয়ে আসা হয় স্নিফার ডগ। শেষপর্যন্ত অবশ্য কিছুই মেলেনি বলেই সূত্রের খবর।
স্থানীয়দের দাবি, দ্বিতীয় সেতু টোল প্লাজার কাছে অনেকে বাস ধরতে আসেন। হতে পারে বাসে উঠতে গিয়ে ব্যাগটি পড়ে গিয়েছে। একদিকে নবান্ন, অন্যদিকে সেতুর শুরুতে এমন ভিআইপি জোনে ব্যাগ ঘিরে হৈচৈ পড়ে যায় এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে সমস্তটা জানার চেষ্টায় পুলিশ।