• চার সন্তানের জন্ম অস্ত্রোপচার ছাড়াই, কোথায় ঘটল এই ঘটনা জানুন
    আজকাল | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মালদায় অস্ত্রোপচার ছাড়াই চার কন্যা সন্তানের জন্ম দিল মা। মঙ্গলবার সকালে নজরবিহীন ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মা ও চার মেয়ে সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন গাজোলের এক তরুণী। মেডিক্যাল কলেজে ভর্তি থাকার পরে অস্ত্রোপচার ছাড়াই তিনি কন্যা সন্তানের জন্ম দেন। তবে একটি বা দুটি নয় একেবারে চার চারটি। ওই তরুণীর স্বামী দিনমজুরের করেন। সাধারণ পরিবার হয়েও একেবারে চার মেয়ে পেয়ে খুশি পরিবার। 

    জানা গেছে, মালদার গাজোলের বাসিন্দা রেহেনা খাতুন। স্বামী রেজাউল হোসেন পরিযায়ী শ্রমিকের কাজ করেন। দু’‌দিন আগে রেহেনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর সে বিনা অস্ত্রোপচারে চারটি কন্যা সন্তানের জন্ম দেয়। তিনটি বাচ্চা স্থিতিশীল থাকলেও একটি শিশুকে অক্সিজেন দেওয়া হয়েছে। এদিকে একই সঙ্গে চারটি সন্তান হওয়ায় খুশির হাওয়া বইছে পরিবার জুড়ে। ওজন একটু কম হলেও আপাতত শিশুগুলি সুস্থ রয়েছে বলে মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে। রেহেনা খাতুন ও তার সদ্যোজাত চার কন্যা সন্তানের চিকিৎসায় সর্বদা নিয়োজিত রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় চিকিৎসকরা। 

     
  • Link to this news (আজকাল)